প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

শশইয়া ফাজিল মাদরাসা,গ্রামঃ শশইয়া পোঃ শশইয়া বাজার উপজেলাঃ বরুড়া জেলাঃ কুমিল্লা।প্রতিষ্ঠানটি 20 হাজার জনসংখ্যার অধ্যুষিত এলাকায় অবস্থিত। 01/01/1947 ইং সালে প্রতিষ্ঠিত হয়। ইহা উপজেলার প্রাণকেন্দ্র থেকে 10 কিলোমিটার বরুড়া আড্ডা রোডের পাশ্র্বে মনোরম পরিবেশে অবস্থিত।
জনাব মৌলভী আবদুর রহমান ভূঁইয়া ,জনাব মোঃ বদর উদ্দিন ভূঁইয়া,জনাব মোঃ সোনা মিয়া ভূঁইয়া,জনাব মোঃ লাল মিয়া ভূঁইয়া,জনাব রজম আলী ভূঁইয়া,জনাব মোঃ ফুল মিয়া ভূঁইয়া,জনাব মোঃ আবদুল হামিদ প্রধান,জনাব মোঃ নোয়াব আলী মেম্বার গং ,সবং সাং শশইয়া।জনাব মোঃ ফরজ আলী বেপারী ,সাং শোলাপুকুরিয়া ,জনাব মোঃ কোব্বাত আলী খান,জনাব মোঃ আব্দুল অদুদ,সাং ডেউয়াতলী গং গণের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় অত্র শশইয়া ফাজিল মাদরাসাটি 01.01.1947 সালে প্রতিষ্ঠিত হয়।

অধ্যক্ষের বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী এক মহাপুরুষ মরহুম অধ্যাপক মাওলানা মোঃ ইয়াছীন সাহেবও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন সাতানী ইউনিয়নস্থ মঙ্গলকান্দি গ্রামে প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৭৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি ২০২২খ্রিস্টাব্দে কামিল (মাস্টার্স) শ্রেণিতে উন্নিত হয়েছে। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!!

সভাপতির বাণী

image-not-found

আমাদের পূর্ব -পুরুষদের প্রতিষ্ঠিত শশইয়া ফাজিল মাদরাসা 01.01.1947 ইং সালে স্থাপিত হইয়া দীর্ঘদিন যাবত সুনামের সহিত চলিয়া আসিতেছে।আমাদের পূর্ব পুরুষদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত গৌরবময় প্রতিষ্ঠানটির সুনাম ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। শিক্ষক,অভিভাবক,গর্ভনিং বডির অন্যান্য সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এবং তাদের সবাইকে বিভিন্ন কাজে সম্পৃক্ত রেখে মাদরাসাটি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি।মাদরাসার অভিভাবক হিসাবে আলহাজ্ব মো: শামছুল হক ভূঞা সাহেব সবসময় খোজ খবর রাখেন,বিভন্ন দান অনুদান দিয়ে থাকেন।


ডাঃ মোঃ মিজানুর রহমান ভূঁইয়া
সভাপতি
গভনিং বডি,শশইয়া ফাজিল মাদরাসা